নিউজ ডেস্ক , ৪ সেপ্টেম্বর ২০ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে হার হয়েছিলো বার্সার। এরপর অনুশীলন শুরূ করেছে বার্সিলোনা, কিন্তু অনুশীলনে একবারও দেখা যায়নি লিও মেসিকে। এরপর জল্পনা শুরূ হতে থাকে লিও মেসি কী বার্সা ছেড়ে অন্য কোন ক্লাব টিমে যেতে পারেন ? লিও মেসিকে নিজেদের ক্লাব টিমে খেলাতে মরিয়া হয়ে ওঠে একাধিক ক্লাব টিম।
উল্লেখ্য, চলতি মরসুমে একটিও ট্রফি ঘরে তুলতে পারেনি বার্সিলোনা। অপরদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে লজ্জাজনক হারের পর আরো দল ছাড়ার জল্পনা আরো জোরালো হয়। মেসিকে যে কোন শর্তে ধরে রাখতে প্রস্তুত বলে জানায় বার্সা।
২০২১ পর্যন্ত চুক্তির আগে মেসিকে নিজেদের দলে নিতে হলে ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে। এরপরেই মেসিকে নিজেদের দলে টানতে ঝাঁপিয়ে পরে পি এস জি,ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর মতো ক্লাব টিমগুলি।
তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন মেসির বাবা। তার দাবি আপাতত বার্সিলোনার হয়েই খেলবেন তার পুত্র ৬ বারের ব্যালন ডি অর বিজেতা লিও মেসি। ২০২১ এ লিও মেসির সাথে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে। তবে এখনই আর নতুন করে চুক্তি করতে চাইছেন না, আপাতত এই ক্লাব টিমেই ২০২১ পর্যন্ত কাটাতে চাইছেন তিনি।
আরও পড়ুন : ব্লেড দিয়ে চুল, দাড়ি সবই কাটেন, কিন্তু ব্লেডের নকশা অদ্ভুত ধরনের কেন ? জানতে হলে পড়ুন