সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের

নিউজ ডেস্ক :   পাহাড়ে ট্রেকিং করার সময় সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ২৫০ ফুট খাদে পড়ে মৃত্যু হল ৪৫ বছর বয়সি প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তথা মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেনার শেখর গাওলির।

জানা গেছে, বন্ধুদের সাথে নাসিকের লগাতপুরিতে পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন শেখর। শেখর গাওলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

জানা গেছে মাঝেমধ্যেই বন্ধুদের সাথে ঘুরতে যেতেন শেখর গাওলি।

Next Post

তাড়ি খেলেই সারবে রোগ !

Fri Sep 4 , 2020
ডিজিটাল ডেস্ক  :  তিনি তাড়িপান করতে অত্যন্ত ভালোবাসেন। একথা এলাকার সবাই জানেন। তাই বলে তাড়ির “গুনাগুন” নিয়ে তিনি এমন মন্তব্য করে ফেলবেন তা স্বপ্নেও কেউ ভাবেননি। তেলেঙ্গানার মন্ত্রীমশাই-এর এহেন মন্তব্য নিয়ে নেটিজেনদের কাছে হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি।তার বক্তব্য, তাড়ি খেলে ক্যানসার সেরে যায়। তাই বলে মাঝেমধ্যে খেলে হবে না। […]

আপনার পছন্দের সংবাদ