রায়নার পর এবারে হরভজন, সমস্যায় চেন্নাই সুপার কিংস

রায়নার পর এবারে হরভজন, সমস্যায় চেন্নাই সুপার কিংস

নিউজ ডেস্ক , ৪ সেপ্টেম্বর ২০ : আইপিএল থেকে আগেই সরে এসেছিলেন সুরেশ রায়না। এবারে তারই পদাঙ্ক অনুসরণ করলেন হরভজন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে এলেন হরভজনও।ফলে সমস্যা বাড়লো চেন্নাই সুপার কিংস শিবিরে।
যদিও হরভজনকে নিয়ে আগে থেকেই সংশয় ছিল।সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি তিনি। এমনকী এর আগে চেন্নাইয়ে হওয়া প্রি-সিজন ক্যাম্পেও যোগ দেননি হরভজন। ফলে, তাঁর আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইতিমধ্যে। এনিয়ে জল্পনা বাড়ছিল ক্রিকেটমহলে। আর সেই ভাবনাকে সত্যি করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন আইপিএল থেকে। তাঁর সিদ্ধান্তের
বিষয়ে দলকেও জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য চেন্নাই কিংস শিবিরে দুই ক্রিকেটার সহ ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলনও শুরু করতে পারেনি তারা। ফলে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ধোনী দলের হাতে খুব একটা প্রস্তুতির সময় থাকছে না।যদিও যে ক্রিকেটাররা কোয়রান্টিনে ছিলেন না, তাঁদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

যা আপাত দৃষ্টিতে স্বস্তির খবর। তবে সুরেশ রায়নার পর হরভজনও বেরিয়ে আসায় অভিজ্ঞতা ও প্রস্তুতির দিক দিয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিশাল ঘাটতি হতে চলেছে তা বলাই বাহুল্য।

Next Post

বিহার নির্বাচনের সঙ্গে হতে চলেছে ৬৫টি কেন্দ্রে উপ-নির্বাচন

Fri Sep 4 , 2020
নিউজ ডেস্ক , ৪ সেপ্টেম্বর ২০ :   বিহারে নির্বাচনের সঙ্গেই সারা দেশে মোট ৬৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। উপনির্বাচন হতে পারে এরাজ্যের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে।শুক্রবার বৈঠকের পর এমনটাই জানালেন জাতীয় নির্বাচন কমিশন। সারা দেশে এই মুহূর্তে মোট ৬৪টি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।যদিও […]

আপনার পছন্দের সংবাদ