হিলি, ১২ জুলাই : দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় এ স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে বালুরঘাট জেলা আদালতে তুললো পুলিশ। ধৃত তিনজনের নাম সুব্রত মালি, প্রশান্ত সাহানি এবং রানা ঘোষ। অভিযুক্ত সুব্রত মালি বিজেপির হিলি মন্ডল সভাপতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সুব্রত মালি এবং রানা ঘোষ হিলি থানার তিওড়ের কাছে নওপাড়ার বাসিন্দা। প্রশান্ত সাহানি কলকাতার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন। বালুরঘাট হাসপাতাল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত নামে হিলি থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার জানান, দুষ্কৃতীরা ঘটনার দিন যে বাইক ব্যবহার করেছিল সেই বাইকের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পায় পুলিশ। পুলিশ সুপার আরও জানান, তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদিকে ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় বিজেপি যুব মন্ডল সভাপতির নাম জড়িয়ে পড়ায় জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালই বিজেপি অভিযুক্ত ওই মন্ডল সভাপতি কে দল থেকে সাসপেন্ড করেছে।বিজেপির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন জানান, পুলিশ মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তবে সুব্রত মালি কে দল আপাতত সাসপেন্ড করেছে। আইন আইনের পথে চলবে। অভিযুক্ত নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবে।অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে জেলা তৃণমূল কোঅর্ডিনেটর সুভাষ চাকীর অভিযোগ, বিজেপি খুনের রাজনীতি করে। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।