
হেমতাবাদ, ১১ জুলাই : করোনা আবহের মধ্যে জ্বালানি তেলের দাম প্রতিদিন বেড়েই চলেছে। পেট্রোল সেঞ্চুরি পার করেছে আর ডিজেলও সেঞ্চুরির পথে। এই পরিস্থিতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। পেট্রোপণ্যের দাম কমা না পর্যন্ত আন্দোলনের পথেই থাকতে চায় তৃণমূল কংগ্রেস।
শনি ও রবিবার রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছে রাজ্যের শাসক দল। তবে এই দুদিনই নয়, যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিনের দাম, ততদিন নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এমনটাইজানিয়েছেনতৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।সেই মোতাবেক কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের বিরোধীতায় সরব হন উপস্থিত নেতৃত্ব। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আফরোজ বেগম, চিন্ময় মন্ডল, সুরাইয়া বেগম, হামিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
আরও খবর পড়ুন : পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৭। চাঞ্চল্য এলাকায়
