ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য

ইটাহার, ১২ জুলাই : এক ব্যবসায়ীর পথ আটকে তাঁকে বেধড়ক মারধর করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের বগুন মোড় এলাকায়।

জানা যায়, এদিন রাত ন’টা নাগাদ ইটাহার ব্লকের কুমেদপুর এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মহম্মদ তারেক সুরুন বাজার থেকে ব্যবসার টাকা তুলে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেসময় বগুন মোড় এলাকায় কয়েকজন দুস্কৃতি দুটি বাইকে চেপে এসে ওই ব্যবসায়ীর পথ আটকে তাঁকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর স্থানীয়রা ছুটে এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ব্যবসায়ীর মোটর বাইকটি রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর পড়ুন : দেশের বিভিন্ন প্রান্তে বাজ পড়ে মৃত ৬৮, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Next Post

জলনিকাশী না থাকায় জমা জল পেরিয়ে চলাচলে দূর্ভোগে গ্রামবাসীরা

Mon Jul 12 , 2021
হরিশ্চন্দ্রপুর, ১২ জুলাই : এলাকায় নেই জলনিকাশী ব্যবস্থা। ফলে বৃষ্টির জলে জলমগ্ন গোটা এলাকা। যেকারণে হাটাচলা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোল এলাকার বাসিন্দাদের। রাস্তার জমা জল ঢুকে পড়ছে বাড়ি ঘরে। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশামাছির উপদ্রবও। এই রাস্তা দিয়েই বাজার,পঞ্চায়েত দফতর ,স্কুল,ব্যাংক সহ বিভিন্ন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম