নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : কিছুদিন আগে ভাঙচুর করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তিতে। এবারে বীর বিপ্লবী বাঘাযতীনের আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তাল হলো বাংলাদেশ। বৃহস্পতিবার রাত্রি নাগাদ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়া কয়া গ্রামে। এই গ্রামে স্থাপিত রয়েছে বীর বিপ্লবী বাঘাযতীনের আবক্ষ মূর্তির। মূর্তির নাক, গাল সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীন জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের এই কয়া গ্রামে। বাংলার স্বাধীনতা আন্দোলনে অনবদ্য ভূমিকা ছিল তাঁর। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। বাঘের সঙ্গে লড়াই করে জিতেছিলেন বলে তার নাম হয় বাঘাযতীন। আর তাঁর সেই জন্মভূমি কয়া গ্রামে তাঁর আবক্ষ মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ২০১৬ সালের ৬ ই ডিসেম্বর বাংলাদেশের কুষ্টিয়া কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বীর বিপ্লবী বাঘাযতীনের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এলাকাবাসীর দাবি, সন্ধ্যা পর্যন্ত তাঁর সেই মূর্তিটি অক্ষত অবস্থায় ছিল। কিন্তু রাতের অন্ধকারে সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী সেই মূর্তিটিতে ভাঙচুর চালায়। শুক্রবার সকাল নাগাদ দেখা যায় আবক্ষ মূর্তির গালে এবং নাকে ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কিছু অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। পুলিশসূত্রে জানা গিয়েছে, ওই আবক্ষ মূর্তির নাক এবং গালে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।