নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নিউটাউনের এক হোটেলে ৷ হাড়হিম করা দৃশ্যে কার্যত চক্ষু চড়কগাছ হোটেলের কর্মীদের। জানা যায়, মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির সঙ্গে ওই মহিলা নিউটাউনের ডিডি ব্লকের একটি হোটেলে যান। আইডি কার্ড অনুযায়ী, দু’জনেরই বাড়ি মেদিনীপুরে।
যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। মদের বোতল ভেঙে সেই দিয়ে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। জানা গিয়েছে, জানা গিয়েছে, চুমকি ঘোষ নামে ওই মহিলা অমিত ঘোষ নামের এক ব্যক্তির সাথে মঙ্গলবার দুপুরে নিউটাউনে ওই হোটেলের ঘর বুক করে ২০১ নাম্বার রুমে ওঠেন তাঁরা। মঙ্গলবারেই সন্ধ্যা ৭টায় ঘর ছাড়ার কথা ছিল। হোটেল কর্তৃপক্ষ দুজনেরই পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ঘর দেয়। অমিত এরপর হোটেল থেকে বেরিয়ে যায়, স্টাফদের বলে, খুব তাড়াতাড়িই ফিরবে। এদিকে রাত আটটা বেজে গেলেও ঘর থেকে কেউ না বেরোলে হোটেলকর্মী তাগাদা দিতে এলেই প্রকাশ্যে আসে ঘটনা। ডাকা ডাকিতেও ঘর থেকে সাড়া মেলেনি। অন্যদিকে টিভি চলার আওয়াজও শুনতে পান কর্মীরা। কিছুক্ষণ পর বিকল্প চাবি নিয়ে দরজা খোলেন হোটেল কর্মীরা। খাটের উপর মহিলার নগ্ন মৃতদেহ দেখতে পান। এরপর টেকনসিটি থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন। পাশে পরে ভাঙা মদের বোতল। এরপর হোটেলের সিসিটিভি খতিয়ে দেখে জানা যায় বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত যুবক হোটেল থেকে বেরিয়ে গিয়েছে। পুলিস সূত্রে খবর, মহিলা বিবাহিত তবে যে যুবকের সঙ্গে এসেছিল তার সঙ্গে কী পরিচয় তা এখনও স্পষ্ট নয়। আর এত দূরে একটি হোটেলেই কেন নিয়ে এলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।