ডিজিটাল ডেস্ক : ম্যাচে ছিল না রাসেল ম্যাজিক, এ যেন অন্য রকম কে কে আর। রানের পাহাড় তাড়া করতে গিয়ে কার্যত ধরাশায়ী নাইট শিবির। ফলে খুব সহজেই ম্যাচ জিতে যায় মুম্বাই। ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করতে পারল না কে কে আর। কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় কে কে আর শিবিরের অধিনায়ক দীনেশ কার্তিক।প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করে মুম্বাই শিবিরের ওপেনার রোহিত শর্মা। রোহিত শর্মা ক্রিজে ধারাবাহিক ভাবে ব্যাট করলেও কুইন্টিন ডি কক ৩ বলে ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। রোহিত শর্মার সাথে অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। কিন্তু সূর্যকুমার যাদব অনবদ্য ২৮ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর সৌরভ তিওয়ারী নামলেও ১৩ বলে ২১ রান করে আউট যান তিনি। রোহিত শর্মা অনবদ্য ৫৪ বলে ৮০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এক ঝলক শুরুতে দেখে মনে হয়েছিলো সবার ২০০ রানের গন্ডি খুব সহজেই টপকে যাবে মুম্বাই এর তারকারা। ডেথ ওভারগুলোতে মুম্বাইকে তেমন রান সংগ্রহ করতে দেয়নি তারা। বল হাতে কে কে আরের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন সিভম মাভি। হার্ডিক পাণ্ডিয়া ১৩ বলে ১৮ রান করে আউট যান। পোলার্ডের অপরাজিত ৭ বলে ১৩ এবং ক্রুনাল পাণ্ডিয়ার অপরাজিত ৩ বলে ১ রানে থমকে যায় মুম্বাই এর ইনিংস। স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৯৫।
বড় রান তাড়া করতে নেমে কাঙ্খিত লক্ষ্য থেকে কার্যত লক্ষ্যভ্রষ্ট হল নাইট শিবিরের ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই এর বোলিং আক্রমণের সামনে শুরূ থেকেই ধরাশায়ী হয় কে কে আর শিবির। শুরুতেই ১১ বলে ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। সুনীল নারিন ১০ বলে ৯, দীনেশ কার্তিক ২৩ বলে ৩০, নীতিশ রানা ১৮ বলে ২৪,আদ্রে রাসেল ১১ বলে ১১, নাইক ৩ বলে ১, ইয়ন মর্গান ২০ বলে ১৬, প্যাট কামিনস ১২ বলে ৩৩, সিভম মাভি ১০ বলে ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন এবং কেদার যাদব অপরাজিত ২ বলে ১ রান করেন।
ফলে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমে যায় কে কে আরের ইনিংস। বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন প্যাটিনসন, রাহুল চাহার, বুমরা এবং বোল্ট। যার ফলে ম্যাচটি ৪৯ রানে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।