নিউজ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : মাঠে হাজির কিং খান, আর পাশাপাশি জয় পেল কে কে আর। রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে জয়ী কে কে আর।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স কে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক ভাবে শুরূ করে কে কে আর। শুভমান গিল ৩৪ বলে ৪৭, সুনীল নারিন ১৪ বলে ১৫, নীতিশ রানা ১৭ বলে ২২, রাসেল ১৪ বলে ২৪, প্যাট কামিন্স ১০ বলে ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে অপরাজিত ২৩ বলে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ইয়ন মর্গান। আর অপরদিকে নাগারকাটি ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কে কে আর।
জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকে রাজস্থানের। কে কে আরের বোলিং ব্রিগেডের দাপটে হার আরো নিশ্চিত হল রাজস্থানের।
বাটলার ১৬ বলে ২১, স্মিত ৭ বলে ৩, সঞ্জু স্যামসাং ৯ বলে ৮, রবিন উথাপ্পা ৭ বলে ২, আর. পরাগ ৬ বলে ১, এস গোপাল ৭ বলে ৫, টেওটিয়া ১০ বলে ১৪, আর্চার ৪ বলে ৬ রানে, উনাডকাট ১৩ বলে ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। টম কাড়েন ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ফলে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করে রাজস্থান। ফলে ৩৭ রানে জয়ী কে কে আর।
পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব।