আই পি এলের ইতিহাসে KKR- এর নতুন চমক

খেলার খবর :  আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপর দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মাটিতে শুরূ হবে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ (IPL 2020)। তবে আই পি এল শুরুর আগে চমক দিয়েছে কিং খানের কে কে আর। আই পি এলের ইতিহাসে এই প্রথমবার আমেরিকান ক্রিকেটার।

কে কে আর (KKR) শিবির সূত্রের খবর, এবছর কলকাতা নাইট রাইডার্সে খেলতে চলেছেন আমেরিকান ক্রিকেটার আলি খান। তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে কে কে আর।

উল্লেখ্য, ইতিমধ্যেই শেষ হয়েছে হিরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(CPL)। সি পি এলে টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেরা বোলিং করে দর্শকদের নজর কেড়েছে আমেরিকান এই বোলার। গোটা সি পি এলে ৮ টি ম্যাচে তুলে নিয়েছেন ৮ টি উইকেট। নির্ধারিত ওভারগুলিতে রান দিয়েছেন খুব কম। যার জেরে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষ। ২০১৮ সালে গ্লোবাল টি টুয়েন্টি থেকে উঠে আসেন এই ক্রিকেটার।

তখন তিনি ব্রাভোর দৃষ্টি আকর্ষণ করায় তাকে CPL এ নিজেদের দলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। দলে এসেই একের পর এক উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন এই ক্রিকেটার। এবছর আই পি এলে কাঁধের চোটের জন্য অনিশ্চিত কে কে আর পেসার হ্যারি গুর্নে। তার জায়গায় কে খেলবেন তাতে চিন্তায় ছিলো কে কে আর শিবির। অন্যদিকে কে কে খেলার জন্য শিবিরে যোগ দিতে পারেনি বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। আর দেরি করেনি কে কে আর শিবির, তড়িঘড়ি আলি খানের সাথে চুক্তি সেরে ফেলেছে কে কে আর। এবারে নাইট শিবিরে খেলতে দেখা যাবে এই আমেরিকান ক্রিকেটারকে।

Next Post

রায়গঞ্জ শহর এলাকার করোনা আপডেট

Sat Sep 12 , 2020
নিউজ ডেস্ক,রায়গঞ্জ :  শনিবার অর্থাৎ ১২ ই সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪০৭ । পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” শনিবার পুর এলাকায় ৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা। ১৬নম্বর ওয়ার্ডে -০২জন। ১০-নম্বর ওয়ার্ডে -০১ ০৯- নম্বর ওয়ার্ডে -০১ ১৯-নম্বর […]

আপনার পছন্দের সংবাদ