করোনা আক্রান্ত পি এস জি র তারকা ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত পি এস জি র তারকা ফুটবলার নেইমার

 খেলার খবর : এবারে করোনা আক্রান্ত হলো পি এস জি র তারকা ফুটবলার নেইমার। ২০২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে রুদ্ধশ্বাস ফাইনালে পি এস জি কে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেরার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এরপর চ্যাম্পিয়নস লিগে হারের পর অবসাদ দূর করতে ছুটি কাটাতে গিয়েছিলেন এই তারকা ফুটবলার।

সঙ্গে ছিলো পি-এস-জি র অন্যান্য সতীর্থরা। ছুটি কাটিয়ে ক্লাব শিবিরে ফিরে আসতেই তাদের অনেকেরই করোনার উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। বুধবার করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় নেইমার সহ আরো দুজন করোনা আক্রান্ত হয়েছেন। নেইমারের অপর দুই সতীর্থরা হলেন ডি মারিয়া এবং লিয়েন্দ্রা পারদেস।

পি এস জি র পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ফরাসি সংবাদমাধ্যমে এবং তাদের অফিসিয়াল টুইটার পেজে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সবাই। তবে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে পি-এস-জি শিবির।

Next Post

সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের

Thu Sep 3 , 2020
নিউজ ডেস্ক :   পাহাড়ে ট্রেকিং করার সময় সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ২৫০ ফুট খাদে পড়ে মৃত্যু হল ৪৫ বছর বয়সি প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তথা মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেনার শেখর গাওলির। জানা গেছে, বন্ধুদের সাথে নাসিকের লগাতপুরিতে পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্র […]

আপনার পছন্দের সংবাদ