খেলার খবর : এবারে করোনা আক্রান্ত হলো পি এস জি র তারকা ফুটবলার নেইমার। ২০২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে রুদ্ধশ্বাস ফাইনালে পি এস জি কে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেরার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এরপর চ্যাম্পিয়নস লিগে হারের পর অবসাদ দূর করতে ছুটি কাটাতে গিয়েছিলেন এই তারকা ফুটবলার।
সঙ্গে ছিলো পি-এস-জি র অন্যান্য সতীর্থরা। ছুটি কাটিয়ে ক্লাব শিবিরে ফিরে আসতেই তাদের অনেকেরই করোনার উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। বুধবার করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় নেইমার সহ আরো দুজন করোনা আক্রান্ত হয়েছেন। নেইমারের অপর দুই সতীর্থরা হলেন ডি মারিয়া এবং লিয়েন্দ্রা পারদেস।
পি এস জি র পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ফরাসি সংবাদমাধ্যমে এবং তাদের অফিসিয়াল টুইটার পেজে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সবাই। তবে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে পি-এস-জি শিবির।