চাঁচল, ৩ জুলাই : বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। শনিবারঘটনায় উত্তেজনা ছড়িয়েছেচাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাকা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রায় চারকিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরেইসংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।
ফলে বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল কাঁদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাতবিরেতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। রাস্তা সংস্কারের বিষয়ে পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সাবির আলি নামে এক গ্রামবাসী জানিয়েছেন, এই চার কিলোমিটার রাস্তা বহুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এই রাস্তাটি দিয়ে আশেপাশের বহু গ্রামের মানুষ যাতায়াত করে। কিন্তু বহুদিন সংস্কার না হওয়ায় ধীরে ধীরে রাস্তাজুড়ে প্রচুর খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে তা আরো ভয়াবহ চেহারা নেয়। জল কাদায় ভর্তি রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই রাস্তা মেরামতির জন্য দরবার করেও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন সাবির আলি। অন্যদিকে আব্দুল খালেক নামে অপর এক এলাকাবাসী জানিয়েছেন, বেহাল রাস্তার কারণে গাড়ি আসতে চায় না। এরজন্য রুগী নিয়ে সমস্যা হয়। রাত বিরেতে সেই সমস্যা আরো বেড়ে যায়। যদিও ওই বুথের পঞ্চায়েত সদস্য ফাইয়াজ আলম জানিয়েছেন, অনেকগুলি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তার কাজটির টেন্ডার প্রসেসিংয়ে আছে। দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : শনিবারও নিম্নমুখী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা