গাজোল, ৩ জুলাই : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত এক। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের বিশ মাইল এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সমীর সরকার, বয়স ৩৪। সে গাজোল ব্লকের হরিদাস এলাকার বাসিন্দা।
পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে ওই ব্যক্তি ও তার প্রতিবেশী চিরঞ্জিত সরকার গাজোলের কাস্তো এলাকা থেকে কাজ সেরে বাইকে চেপে বাড়ী ফিরছিলেন। সেসময় গাজোলের বিশ মাইল এলাকায় একটি বোলেরো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে পেছন থেকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে যায় দু’জন। খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে গাজোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আহত ব্যক্তিকে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ী সহ চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।