নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : সৌদি আরবের ঋণ মেটাতে এবার চিনের কাছে হাত পাতল দেওলিয়া হয়ে পড়া পাকিস্তান। ভারতীয় মূল্যে সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি চিনের কাছ থেকে ধার নিচ্ছে পাকিস্তান (Pakistan)। ফলে রক্ষা বিশেষজ্ঞদের দাবি, অদূর ভবিষ্যতে পাকিস্তানের দখল নেবে চিন। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তেল ও বিভিন্ন পণ্য রপ্তানি বাবদ পাকিস্তানের কাছে প্রায় ভারতীয় মূল্যে ১৪ হাজার কোটি টাকা পাবে সৌদি আরব।
বাধ্য হয়েই এই পরিস্থিতিতে কিছুদিন আগে চিন (China) -এর কাছে সেই টাকা ঋণ চায় পাকিস্তানের ইমরান খানের সরকার। সঙ্গে সঙ্গে বন্ধু পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসে চিন। সেই টাকা পাওয়ার পর সোমবার পাকিস্তান সৌদি আরবকে এক বিলিয়ন মার্কিন ডলার শোধ করে দিচ্ছে বলে জানা গেছে। বাকি টাকা নিজেদের দেশের বিভিন্ন পরিকাঠামো তৈরিতে ব্যবহার করবে। তবে সৌদি আরবের বাকি বকেয়া টাকা আগামী বছরের জানুয়ারি মাসে শোধ করে দেবে বলে তাদের আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এই দেওলিয়াপনার কারণে আগামীদিনে পাকিস্তানের সমস্যা আরও বাড়বে বলেই মনে করছে রক্ষা বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তান যেভাবে আর্থিকভাবে চিনের কাছে নির্ভর হয়ে পড়েছে তাতে আগামীদিনে পাকিস্তানের জমি যে চিন দখল নেবে না তার নিশ্চয়তা কে দেবে? ফলে পাকিস্তান এমন এক বিপদের মুখে ক্রমশঃ অগ্রসর হচ্ছে যা থেকে অদূর ভবিষ্যতে বেরিয়ে আসা কার্যত অসম্ভব।