নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : উত্তরপ্রদেশে তরুণী ধর্ষণ ও হত্যাকান্ডে যখন তোলপাড় গোটা দেশ, তখন আরেক ধর্ষণ কান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গুজরাটে। শনিবার গুজরাটের বনসকাঁটা জেলার ডিসাতে এক মূক-বধির কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে খুনের অভিযোগ উঠল তারই এক আত্মীয়ের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে ওই বারো বছরের কিশোরী নিখোঁজ ছিল। ওই নাবালিকার এক তুতোদাদা শুক্রবার নিজের বাইকে করে বাইরে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নির্যাতিতার বাবা-মা খোঁজ পাচ্ছিলেন না মেয়ের। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ শনিবার ওই কিশোরীর মুণ্ডহীন দেহ দন্তিবাড়া-র ভাকড় গ্রামের কাছে এক শুনশান জায়গা থেকে উদ্ধার করে ৷ দেহ থেকে মাত্র ১২ ফুট দূরেই ছিল নাবালিকার কাটা মুণ্ডু। পাশাপাশি শরীরে আরও আঘাতের চিহ্নও ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই আত্মীয়কে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৬৪ (অপহরণ) ধারায় মামলা রুজু করা হয়েছে। বনসকাঁটা ডেপুটি পুলিশর সুপার কুশল ওঝা জানিয়েছেন, ধৃতকে জেরা করা হচ্ছে। এই ঘটনার আর কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে।