নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর : অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবেই কাটিয়েছিলেন সে দিনটা। পাড়ায় ঘুরে বেড়িয়ে, সবার সঙ্গে গল্প গুজবও করেছিলেন তিনি। অস্বাভাবিক কিছুই চোখে আসেনি কারো। কিন্তু দিন গড়াতেই তার অন্য স্বরুপ বেরিয়ে আসে পাড়া প্রতিবেশীদের সামনে।নিজের স্ত্রী ও মেয়েকে দুদিন আগে খুন করে রেখে দিয়েছিলেন বাড়িতেই।
দেহ লোপাট করার সময় প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার। পুলিশসুত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চিন্দালাল সাকেত। গত বৃহস্পতিবার সাকেত খুন করে তার স্ত্রী ও মেয়েকে। ধারালো অস্ত্র দিয়ে এক-দুটো নয়, ২২টি টুকরো করে তার স্ত্রী ও মেয়ের।এরপরেই বাড়ি সাফ-সুতরো করে পাড়ায় ঘুরতে বেরোয় সে। গল্প-গুজব করে, চা খেয়ে বেলা গড়িয়ে বাড়ি ফেরে সাকেত। এরপরে রাতে প্রমাণ লোপাটের জন্য উদ্যোগ নেয় সে। দুদিন ধরে দেহের টুকরোগুলি কাপড়ে বেধে রাখে সাকেত। রাতে কাপড়ে বেধে রাখা দেহের প্রমাণ লোপাটের জন বের হলে পচনের গন্ধ পায় প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তারা আটকায় সাকেতকে। খবর দেওয়া হয় পুলিশকে। এরপরে পুলিশ এসে কাপড়ের বাধা গাঁট থেকে খন্ড খন্ড দেহ উদ্ধার করে। আপাতত জেল হেফাজতে সে।জেলা পুলিশ সুপার রাকেশ সিংহ জানিয়েছে, এটি তার দ্বিতীয় স্ত্রী। বছর আটেক আগে মারা যায় তার প্রথম স্ত্রী। ভাইয়ের মৃত্যুর পর ভ্রাতৃবধুকে বিয়ে করে সাকেত। অন্যের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর, এই সন্দেহে সাকেত তাকে খুন করে বলে অনুমান পুলিশের।