ইটাহার, ১১ জুলাই : পৃথক দুটি পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলো ৭ বাইক আরোহী। রবিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটে ইটাহার ব্লকের বিধিবাড়ি এলাকায় ১২ নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিধিবাড়ি গ্রামের বাসিন্দা রাজা আলী(২২), সোহিদ আলম(১৮), রহিমূল ইসলাম(১৭) মোটর বাইকে চেপে ইটাহারে কাজে আসছিল সেই সময় রমজান আলী (২৪) ও সিরাজ আলী (৪৫) ইটাহার থেকে কাজ সেরে বিধিবাড়ি যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখী সংঘর্ষ হয়।
এরপর স্থানীয়রা ছুটে এসে আহত ৫ জন বাইক আরোহীকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে।অন্যদিকে ইটাহার থানার বনকূর এলাকার দুই শ্রমিক বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সৈয়দপুর এলাকায় যাচ্ছিল। সেই সময় ইটাহার ব্লকের বাগবাড়ি এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে দুই জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পৃথক দুটি পথ দূর্ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।