নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ১৪ ডিসেম্বর : মন্দিরের দেবী প্রতিমার সোনার অলঙ্কার চুরি হবার ২৪ ঘন্টার মধ্যেই দুইজনকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত দুজনকে সোমবার সকালে ইংরেজবাজার থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হয়ে যাওয়া দেবী প্রতিমার স্বর্ণালঙ্কার এবং মন্দিরের দক্ষিণা।
পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজবাজার শহরের এলআইসি মোড় এলাকার একটি কালী মন্দিরের স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু টাকা পাশের একটি দোকানে থাকতো। সেই দোকানের শাটার ভেঙে চোরেরা দেবী প্রতিমার অলঙ্কার সহ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশের কাছে খবর আসা মাত্রই পুলিশ অভিযানে নামে। চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ অভিযানে নেমে ইংরেজবাজার শহরের বুড়াবুড়ি তলা ও কুলিপাড়া এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয় চুরি যাওয়া দেবী প্রতিমার অলঙ্কার এবং বেশ কিছু টাকা। ধৃতদের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি কুলিপাড়া এলাকায়। অপর এক ধৃতের নাম বিকি ভাস্কর। তার বাড়ি বুড়াবুড়ি তলা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু রুপার গহনা ও দেবী প্রতিমার কপালের সোনার টিপ সঙ্গে মন্দিরের দক্ষিণা বাক্সে রাখা বেশ কিছু টাকাপয়সা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি প্রিন্টার মেশিন। ধৃতদের সোমবার ইংরেজবাজার থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।