নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৪ ডিসেম্বর : বেহাল রাস্তা সংস্কারে অনিয়মিতভাবে নির্মাণ কাজের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলো ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গোলামোড় ও বেতোল এলাকায়। উল্লেখ্য,মালদহের হরিশ্চন্দ্রপুরের গোপাল কেডিয়া মোড় থেকে গোলামোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়কপথ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল।
হাসপাতাল, ব্লক অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেতে এই সড়কপথ ব্যবহার করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দারা।গ্রামবাসীদের দাবীমত জেলা পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও তা সঠিকভাবে হচ্ছেনা। শেখ মহম্মদ নামে এক এলাকাবাসী বলেন, দীর্ঘদিন রাস্তার অবস্থা বেহাল থাকার পর সংস্কারের কাজ শুরু হলেও ৬ মাস ধরে আটকে রয়েছে সেই কাজ।হাসপাতালে রোগী নিয়ে যাওয়া থেকে শুরু করে,ছাত্র -ছাত্রী, বাজারের ব্যবসায়ী সকলেই চলাচলের ক্ষেত্রে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে ।এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা থাকায় চরম ভোগান্তি হচ্ছে সকলেরই ।এই বিক্ষোভ দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে আনোয়ারুল নামে আর এক বিক্ষোভকারী বলেন, ” দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ শুরু হলেও সম্পূর্ণ হচ্ছে না। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সকলকে। দ্রুত সংস্কার সম্পূর্ণ না হলে ভোট বয়কটও করার হুশিয়ারী দিয়েছেন গ্রামবাসীরা। এই কারণে এদিন গোলামোড় এবং বিতোল গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা।
এদিকে রাস্তা সংস্কারে অনিয়ম নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কাটমানির জন্য রাস্তার কাজ আটকে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি মানিক দাস বলেন, যে সংস্থা নির্মাণ কাজের বরাত পেয়েছে লকডাউনের কারণে বিল সঠিক ভাবে না পাওয়ার ফলে তারা কাজ সম্পূর্ণ করেনি।প্রশাসনের কাছে দ্রুত কাজ শেষ করার জন্য আবেদন জানানো হয়েছে।