
হরিশচন্দ্রপুর, ২৬ জুন : আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল সদস্যা, তার স্বামী, দেওর এবংসুপারভাইজারের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়ড়া গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ,প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ১০-১৫হাজার টাকা কাটমানি নিয়েছেন। এরপরেও অনেকেরআবাস তালিকায় নাম আসেনি। টাকা ফেরত চাইলে তাদের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি জব কার্ডের জন্য হাজার টাকা করে চাওয়া হচ্ছে উপভোক্তাদের কাছ থেকে। টাকা না দিলে লিস্ট থেকে নাম কেটে দেওয়ার হুমকিও দেয় ওই পঞ্চায়েত সদস্য রুমা সাহা ও তার স্বামী তৃণমূল নেতা উত্তম সাহা।এমনকী এই কাজে পঞ্চায়েত সদস্যার দেওর রতন সাহা ও পঞ্চায়েতের সুপারভাইজার গোপাল মন্ডলও জড়িত রয়েছে বলে অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। টাকা লেনদেন নিয়ে পঞ্চায়েত সদস্যার দেওর রতন সাহা ও সুপারভাইজার গোপাল মন্ডলের একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে।এই মর্মে পঞ্চায়েত প্রধান এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীদের একাংশ। দিলশাদ রাজা নামে এক অভিযোগকারী বলেন, প্রথমে ঘর পাইয়ে দেওয়ার নাম করে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়।তারপর এখন লিস্টে যাদের নাম এসেছে তাদের কাছে জব কার্ডের জন্য হাজার টাকা চাইছে।না দিলে লিস্ট থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিচ্ছে তারা।আর লিস্টে যাদের নাম আসেনি চাইলে পরেও তাদের টাকা ফেরত দিচ্ছে না।পঞ্চায়েত সদস্যার স্বামীভউত্তম সাহার টাকা নেওয়ার ভিডিও আছে তাদের কাছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওইপঞ্চায়েত সদস্যা রুমা সাহা ও তার স্বামী উত্তম সাহা। তাদের বদনাম করতেই এই চক্রান্ত বলে দাবী করেছেন তারা। পঞ্চায়েত সদস্যা রুমা সাহা বলেন, এই ধরনের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।তিনি কারোর কাছ থেকে কোনো টাকা নেননি। তার হয়ে স্বামী উত্তম সাহা কাজ দেখলেও তিনিও এলাকায় যান। অন্যদিকে পঞ্চায়েত সদস্যার স্বামী তৃণমূল নেতা উত্তম সাহা বলেন,”এসব বিরোধীদের ষড়যন্ত্র। তারা কারো কাছ থেকে টাকা চাননি।এসব তাদের বদনাম করার প্রচেষ্টা। যারা বলছে তাদের প্রমাণ করতে হবে।ভিডিওর সত্যতাও তিনি স্বীকার করেননি। যদিও বিষয়টি খতিয়ে দেখে দলের উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হবে বলে জানান তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস।
আরও খবর পড়ুন : বেহুলা লক্ষিন্দরের ছায়া! সাপের কামড়ে মৃত মেয়েকে ভাসানো হল ভেলায়
