নিউজ ডেস্ক, ২৭ জুলাই : আফগানিস্তানের (Afghanistan) পর এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করতে চলেছে মার্কিন প্রশাসন। প্রায় ২০ ধরে চলা লড়াইয়ে ইতি টেনে চলতি বছরই ইরাকে সেনা অভিযান শেষ করার কথা ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)। মার্কিন প্রশাসন সূত্রে খবর৷
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমির সঙ্গে জো বাইডেনের বৈঠক হয়। সেই বৈঠকে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। পরে বাইডেন জানান, ২০২১ সালের মধ্যেই ইরাকে সমস্ত সেনা অভিযান শেষ করা হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরাকের এখন পরিস্থিতি ভাল। তাই এই বছরের শেষের দিক থেকে আর সেনা অভিযান চলবে না। ইরাকে গণতন্ত্র মজবুত করতে আমরা সাহায্য করব। এছাড়াও অক্টোবর মাসে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা চেষ্টা করব। নিরাপত্তা ও ইসলামিক স্টেটের সঙ্গে যৌথভাবে লড়াইয়ের বিষয়ে আমেরিকা দায়বদ্ধ। সন্ত্রাস দমন অভিযান চলবে৷ জানা গিয়েছে বর্তমানে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে। ফলে এবার আফগানিস্তানের পর ইরাক থেকেও সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল আমেরিকা।
আরও খবর পড়ুন : ভুয়ো IAS এর পর ভুয়ো IPS, পুলিশের জালে নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও