বাড়ি বাড়ি হানা দিয়ে অল্প বয়সের তরুণীদের তুলে নিয়ে যাচ্ছে তালিবানরা

নিউজ ডেস্ক, ২৩ জুলাই : আমেরিকা এবং ন্যাটোর বাহিনী সেনা প্রত্যাহার করতেই গোটা আফগানীস্তান তালিবানদের দখলে চলে গিয়েছে৷ আর এই পরিস্থিতিতে আফগানীস্থানে ফিরতে শুরু করেছে যৌনদাসী প্রথা। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অল্প বয়সের তরুণীদের তুলে নিয়ে যাচ্ছে তালিবানরা৷ সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়িতে ঢুকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে তারা। মায়ের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণীর আর্তনাদ করে চিৎকার করলেও অত্যাধুনিক রাইফেলের নলের সামনে তালিবানদের বাধা দেয় কার দুঃসাহস? ফলে গোটা দেশ জুড়ে এমনই তাণ্ডব শুরু করেছে তালিবানরা। সম্প্রতি এক নির্দেশনামা প্রকাশ করেছে তালিবানরা। তারা জানিয়েছে, তালিবান যোদ্ধাদের বিয়ের জন্য পাত্রীর প্রয়োজন। এজন্য ১৫ বছরের ঊর্ধ্বে মেয়েরা এবং বিধবা হলে ৪৫-এর নীচের মহিলাদের বিয়ে করে পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হবে। বিয়ের কথা বললেও, আদতে জঙ্গিদের যৌনসুখ চরিতার্থ করতেই ঘোষণা, মনে করছে আফগানরা। আএ তা নিশ্চিত করতেই বাড়ি বাড়ি হানা দিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের। মূলত তাদের যৌনদাসী করে রাখা হবে। ইতিমধ্যেই আফগানিস্তানে একের পর এক সেনাঘাঁটি দখল করে চলেছে তালিবানরা। তাজিকিস্তান, উজবেকিস্তান সীমান্তে আগেই হয়েছিল, সম্প্রতি পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ স্পিন বলডাক সেনাঘাঁটির দখল নিয়েছে তালিবানরা।

আরও খবর পড়ুন : তালিবানদের নৃশংস হত্যালীলায় নিহত শতাধিক আফগান

Next Post

মেধাতালিকা প্রকাশের সময় ধর্মের উল্লেখ। বিতর্কিত মন্তব্য করে বিপাকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি

Fri Jul 23 , 2021
নিউজ ডেস্ক, ২৩ জুলাই : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এককভাবে মেধাতালিকায় প্রথম স্থান দখল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। এদিন মেধাতালিকা প্রকাশের সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার নাম বলার সময় বেশ […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম