নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর : বর্ষাকালে প্রায় প্রতিটি বাড়িতেই সাপ পোকামাকড়ের উৎপাত বাড়ে। বাড়ির দরজা কিংবা জানালার ছোট ফাক ফোকর দিয়ে অনেক সময় ঘরে ঢুকে যায় বিষধর সাপ৷ এতে করে বাড়িতে সাপ ঢুকতে দেখলে অনেকেই কম বেশি আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ আবার সাপকে মেরে ফেলতে উদ্যত হন।
কিন্তু তামিলনাড়ু এক মহিলা তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করা সাপের সঙ্গে যে আচরণ করেছেন, তাতে প্রশংসা কুড়িয়েছে নেটিজিনদের। ওই ঘটনার ভিডিয়োও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গোখরো ওই মহিলার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। সেই সময় দেখতে পেয়ে ছোট একটি লাঠি হাতে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পড়লেন ওই মহিলা। তিনি সাপটিকে লাঠি দিয়ে ধীরে ধীরে গেটের বাইরের দিকে ঠেলে দিলেন। শান্ত গলায় আদরের সুরে তাকে চলে যেতে বলছেন। শুনে অনেকেরই মনে হবে যেন কোনও বাচ্চার সঙ্গে কথা বলছেন তিনি। সাপটিকে দুধ কলা খাওয়ানোর প্রতিশ্রুতিও দেন ওই মহিলা। কিছুক্ষণ পরই দেখা যায় সাপটি রীতিমতো বাড়ির বাইরে চলে গিয়েছে। এতে অবাক নেটিজেনরা৷
https://twitter.com/weluvcoimbatore/status/1435082282885210121?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1435082282885210121%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fanandabazar.com%2Findia%2Fvideo-of-a-coimbatore-woman-requests-cobra-for-leaving-her-house-goes-viral-dgtlv%2Fcid%2F1302590