মালদা, ২০ অক্টোবর : সাপ ধরতে গিয়ে সর্প দংশনে মৃত্যু হল এক সর্পপ্রেমীর। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বঙ্কিম স্বর্ণকার। তার বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়। সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয় তার।
উল্লেখ্য, মালদা জেলার শোভানগর, মিলকি, পুকুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ডাক পড়তো তার। দীর্ঘদিন ধরেই সাপ ধরার কাজ করত ওই যুবক। এলাকাবাসীদের ফোন পেলেই পৌঁছে যেত সে। সাপ ধরে গভীর জঙ্গলে ছেড়ে দিত বলে জানা গিয়েছে। পাশাপাশি সর্প দংশনে কী কী করণীয় সে বিষয়েও এলকাবাসীদের সচেতন করত ওই যুবক। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় বিষধর সাপ ধরতে যায় ওই যুবক। সেখানেই একটি বিষধর সাপকে উদ্ধার করতে গেলে সাপটি তার পায়ে ছোবল বসায়। এমনই দৃশ্য মোবাইল বন্দী করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।