নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর : থেমে গেল সমস্ত লড়াই। দীর্ঘ প্রায় ৩৩ ঘণ্টায় মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রাণ হারালেন মুম্বই ধর্ষণকাণ্ডের নির্যাতিতা। পুলিশ সুত্রে জানা যায়, গণেশ চতুর্থীর দিন মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি টেম্পোর মধ্যে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতাকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে। শুক্রবার ভোররাতে পুলিসের কন্ট্রোলরুমে ফোন আসে। তারপরেই নির্যাতিতাকে উদ্ধার করা হয়। শনিবার আইসিইউতেই লড়াই শেষ হল তাঁর। ধর্ষণের মূল অভিযুক্ত মোহন চৌহানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধর্ষণের আগে মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন মোহন। তার পর তাঁকে ধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেন। বার বার সেই রড দিয়ে মহিলার যৌনাঙ্গে আঘাত করতেও দেখা গিয়েছে মোহনকে। এরপরই মহিলাকে পাশে দাঁড়ানো একটি ফাঁকা টেম্পোতে তোলেন। সেখানে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে চম্পট দেন তিনি। ধৃতের বিরুদ্ধে ৩০৭, ৩৭৬, ৩২৩ ও ৫০৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি এই ঘটনার সাথে আরোও কেও জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।