নিউজ ডেস্ক, ২৮ আগস্ট : আগামী ২৫শে সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা।শুক্রবার ভারত বনধের কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা৷ কৃষি আইনের বিরুদ্ধে এই সংগঠনের ছত্রছায়াতেই গড়ে উঠেছে কৃষকদের আন্দোলন৷
এদিন দিল্লির সিংঘু সীমান্তে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আশীষ মিত্তল বলেন, “২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যে ঠিক ওই তারিখে আমরা ভারত বনধ ডেকেছিলাম৷ আশা করছি, গতবারের চেয়েও এবার বনধ সফল হবে৷”বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর মাসে দিল্লি সীমান্তে কৃষকদের যে আন্দোলন শুরু হয়েছিল, তাকে আরো মজবুত করতে এই ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মোর্চা।কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৯ মাস ধরে চলছে কৃষকদের আন্দোলন৷ এই সিংঘু সীমান্তে ঘাঁটি গেড়েছেন কৃষকরা৷ সেখানে গত দু’দিনব্যাপী চলে অল কনভেনশন৷ শুক্রবার ছিল কনভেনশনের শেষ দিন। দেশের ২২টি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে মোর্চার দু’দিনের জাতীয় কনভেনশনে এই সিদ্ধান্ত হয়েছে। কনভেনশনে অংশগ্রহণ করেছিল ১৮টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ৯টি মহিলা সংগঠন এবং ১৭টি ছাত্র-যুব সংগঠন। কিষাণ মোর্চা নেতৃত্বের বক্তব্য, টানা কয়েক মাস ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার জনস্বার্থ-বিরোধী আইন রদ করছে না। অন্য দিকে, ফসলের ন্যায্য দাম দেওয়া, রেশন ব্যবস্থা শক্তিশালী করা বা কালোবাজারি বন্ধ করার কোনও কার্যকর ব্যবস্থা হচ্ছে না। সেই জন্যই বৃহত্তর প্রতিবাদের পথে যেতে হচ্ছে।