মানিকচক, ২২ অক্টোবর : সাপ ধরতে গিয়ে সর্প দংশনে মৃত্যু হওয়া সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকারের বাড়িতে দেখা করতে এলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শুক্রবার সাবিত্রী মিত্র বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মৃত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।
উল্লেখ্য, মালদা জেলার শোভানগর, মিলকি, পুকুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ডাক পড়তো তার। দীর্ঘদিন ধরেই সাপ ধরার কাজ করত ওই যুবক। এলাকাবাসীদের ফোন পেলেই পৌঁছে যেত সে। সাপ ধরে গভীর জঙ্গলে ছেড়ে দিত বলে জানা গিয়েছে। পাশাপাশি সর্প দংশনে কী কী করণীয় সে বিষয়েও এলাকাবাসীদের সচেতন করত ওই যুবক। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় বিষধর সাপ ধরতে যায় সে। সেখানেই একটি বিষধর গোখরো সাপকে উদ্ধার করতে গেলে সাপটি তার পায়ে ছোবল বসায়। এমনই দৃশ্য মোবাইল বন্দী করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন বিধায়ক সাবিত্রী মিত্র।