Advertisements

গাজোল, ৪ জুলাই : সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের করকচ অঞ্চলের আহরা এলাকায়। মৃতের নাম শ্যাম চাঁদ সিংহ। বয়স ৫০. পেশায় তিনি কৃষক ছিলেন।
জানা যায়, শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক বিষধর সাপ ওই ব্যক্তির হাতে কামড় দেয়। তৎক্ষনাৎ ওই ব্যক্তির ঘুম ভাঙার পর বিষয়টি বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা। এরপর তার অবস্থার অবনতি ঘটতে থাকলে প্রথমে তাঁকে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর চিকিৎসকের পরামর্শে ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।
আরও খবর পড়ুন : বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ
