আরসিটিভি সংবাদ :রাজ্য সরকারের উদ্যোগে কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সটির উদ্ধোধন হয় ২০১৩ সালে ইটাহার ব্লকের দুর্গাপুর হাটের ভেতরে সরকারি জমির ওপর নির্মিত হয়েছিল এই মার্কেট কমপ্লেক্সটি।
রাজ্য সরকারের কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হয় এটি। দু’তলা বিশিষ্ট এই মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর রয়েছে ৪০ টি। ইটাহার ব্লকের বিভিন্ন স্বর্ণজয়ন্তী দলকে এখানে স্টল দেওয়া হয়েছিল। ২০১৩ সালে এই মার্কেট কমপ্লেক্সের উদ্ধোধন করেন ইটাহারের তৎকালীন বিধায়ক অমল আচার্য। কিন্তু উদ্ধোধনের পর থেকেই মার্কেটটির বেহাল অবস্থা।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার গার্ড প্রাথমিক শিক্ষক !
ক্রেতাদের দেখা না মেলায় একে একে সকলেই প্রায় দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। শুক্রবার মার্কেটে গিয়ে দেখা গেল প্রায় সব দোকান ঘরের ঝাঁপ বন্ধ। কেন এই হাল? জবাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা কী জানিয়েছেন শুনুন।
আরও পড়ুন-একত্রবাস রোগী ও ইঁদুরের
সপ্তাহে একদিন শনিবার এখানে হাট বসলে মানুষের সমাগম হয়। কিন্তু বাকী দিনগুলিতে এখানে মানুষের ছায়াও পড়ে না। কার্যত প্রচারের অভাবেই মার্কেটটি আজও চালু হল না পুরোপুরি। কোটি কোটি টাকা ব্যয় করে আধুনিক মার্কেট কমপ্লেক্স গড়া হলেও কেন তা আজও চালু করা গেল না তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন-ছাগল তাড়ানোই কাল হল ছাত্রের!
ফলে দিনের আলোতেই চুরি হয়ে যাচ্ছে মার্কেটটির বিভিন্ন যন্ত্রাংশ। রাতে বসছে মদ জুয়ার আসর৷ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার জানিয়েছেন, কিছুদিন আগে এই মার্কেটটির পরিদর্শন করেছেন বিডিও। মার্কেটটি পুরোপুরি চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।