আড়সিটিভি সংবাদ : রোগীর শয্যায় ঘুরছে ইঁদুর। রোগী ও ইঁদুরের একত্রবাসের এই ছবি দেখা গেল মালদা মেডিক্যাল কলেজে। এমনিতেই মেডিক্যালে মশার দাপটে নাজেহাল চিকিৎসা করাতে আসা রোগী ও পরিজনেরা। তারপরে ইঁদুরের উপদ্রব ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন পরিজনেরা।
ঝকঝকে মেঝেতে গুটিশুটি হয়ে শুয়ে রয়েছেন চল্লিশার্ধ্ব এক ব্যক্তি। কখনও তাঁর পায়ে, কখনও আবার মাথার উপরে খেলছে ইঁদুর। বিরক্ত হয়ে ইঁদুরটিকে হাত দিয়ে আঘাত করছেন তিনি। রোগী ও ইঁদুরের মধ্যে সহাবস্থানের এমনই ছবি দেখা গেল মালদা মেডিক্যাল কলেজে। যা নিয়ে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজনদের মধ্যে।উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মেডিক্যালের মেল মেডিসিন বিভাগে এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর শয্যাতেই ইঁদুর ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুন – রাজ্যের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য !
এমন কি, ইঁদুরকে ধরে তিনি মারছেন, এমন ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেডিক্যালে ইঁদুরের উপদ্রবের ছবি আগেও সামনে এসেছে। এমনকী মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য মেডিক্যালে পৃথক মানসিক বিভাগ রয়েছে। তার পরেও কেন সাধারণ রোগীদের সঙ্গে ওই ভবঘুরের চিকিৎসা চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন।এমনিতেই মেডিক্যাল কলেজে দিনের আলোতেও মশার বাড়বাড়ন্তে নাজেহাল রোগী ও তার পরিজনেরা।তার ওপরে দোসর হয়েছে ইঁদুরের উপদ্রব।
আরও পড়ুন – নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ এনে স্কুল ঘেরাও অভিভাবকদের
রাতের বেলা খাবারে মুখ দিচ্ছে। চিকিৎসাধীন রোগীকে ইঁদুর কামড়ে নিলে সমস্যায় পড়তে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছে পরিজনেরা। যদিও মালদা মেডিক্যাল কলেজের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানিয়েছেন, রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া পোকা মাকড়ের উপদ্রব ঠেকাতে পেস্ট কন্ট্রোলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।