নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২২ নভেম্বর : ২০২১ এ বিধানসভা নির্বাচনকে ঘিরে সন্মুখ সমরে নেমেছে প্রতিটি রাজনৈতিক দলই।এদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দ্বৈরথ মুখ্য ভূমিকা নিয়েছে বাংলার রাজনীতিতে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মালদা সাংগঠনিক কর্মশালা আয়োজিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার মালদা জেলার ৪৬ নং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় একটি সাংগঠনিক কর্মশালা হয় বিজেপির উদ্যোগে।
এদিন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক বিজেপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া, রূপেশ আগরওয়াল,দীপক ঋষি সহ অন্যান্য ব্লক নেতৃত্ববৃন্দ।এদিনের সভায় দলের বিভিন্ন কার্যক্রম এবং কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার নতুন কমিটিও গঠিত হয় এদিন। এদিনের এই কর্মসূচি থেকে বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, ” বিধানসভা ভোটকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় একটি কমিটি গঠন করা হলো এদিন। এই বিধানসভায় বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবো। তৃণমূল এখানে কোনো ফ্যাক্টরি না। ২০০ র বেশি সিটে জিতে বিজেপি বাংলা দখল করবে বলে দাবী করেন কিষাণ কেডিয়া।অন্যদিকে তার এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূলের জেলা সাধারন সম্পাদক বুলবুল খান বলেন, এগুলো সব বিজেপির ভাওতা। ওরা দিবাস্বপ্ন দেখছে।দেশের অর্থনৈতিক পরিস্থিতি,বেকারত্ব মানুষ সব দেখছে।মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসই পুনরায় বাংলার মসনদে বসবে বলে দাবী করেন বুলবুল খান।