করোনা আবহে জগদ্ধাত্রী পুজােয় সামিল মালদা জেলাবাসী

করোনা আবহে জগদ্ধাত্রী পুজােয় সামিল মালদা জেলাবাসী

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২২ নভেম্বর : জগদ্ধাত্রী পুজােয় মেতে উঠল মানিকচকের মথুরাপুরবাসী। করোনা আবহকে মাথায় রেখে একটু অন্যরকমভাবে পুজা পরিচালনা করছে মথুরাপুরের ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী। গত শুক্রবার ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন থেকেই মায়ের আরাধনায় মগ্ন হয় এলাকাবাসী। করোনা আবহকে মাথায় রেখে এবছর খোলামেলা করা হয়েছে পুজো মণ্ডপ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পূজার্চনা করা হচ্ছে মণ্ডপে।

উল্লেখ্য, মথুরাপুর ইউনাইটেড ইয়ংস্ ক্লাব এন্ড লাইব্রেরীর জগদ্ধাত্রী পুজো মানিকচকের মধ্যে অন্যতম প্রসিদ্ধ। বহু প্রাচীন এই পুজোয় প্রথা মেনে পাঁচ দিন ধরে চলে পূজার্চনা। তিন দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান করে থাকে ক্লাবের কর্ম-কর্তারা। তবে এবছর করোনা আবহে কিছুটা কাটছাঁট করে সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, শিশুদের মধ্যে বই খাতা বিতরণ এবং প্রত্যন্ত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।এবিষয়ে ক্লাব ক্লাবের অন্যতম সদস্য সৌমিত্র কর্মকার জানান, বর্তমানে করোনা আবহ রয়েছে। রাজ্য সরকার ও হাইকোর্টের নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে খোলামেলা করা হয়েছে পুজো মণ্ডপ। পাশাপাশি মণ্ডপ চত্বরে রাখা হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবস্থাও। তবে স্বাস্থ্যবিধি মেনে এবছর বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় ১০০ দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ এবং ১০০ জন কচিকাঁচাদের মধ্যে বইখাতা সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি মানিকচকের প্রত্যন্ত এলাকায় গিয়ে দুঃস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু সহ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ক্লাবের পক্ষ থেকে।

পাশাপাশি মালদা এসোসিয়েটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। এবছর তাদের পূজো ৪২ বছরে পদার্পণ করলো।
প্রতিবছর ষষ্ঠী থেকেই জগদ্ধাত্রী পূজোর আয়োজন করা হয় এখানে। যদিও এবছর করোনা আবহে নরনারায়ন সেবা সহ অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সদস্য নেপাল চৌধুরী।

Next Post

বিধানসভা নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কর্মশালা বিজেপির, কটাক্ষ তৃণমূলের

Sun Nov 22 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২২ নভেম্বর : ২০২১ এ বিধানসভা নির্বাচনকে ঘিরে সন্মুখ সমরে নেমেছে প্রতিটি রাজনৈতিক দলই।এদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দ্বৈরথ মুখ্য ভূমিকা নিয়েছে বাংলার রাজনীতিতে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মালদা সাংগঠনিক কর্মশালা আয়োজিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার মালদা জেলার ৪৬ নং হরিশ্চন্দ্রপুর […]

আপনার পছন্দের সংবাদ