নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২২ নভেম্বর : করোনা প্রকোপ না কমলেও নিয়ম এড়িয়ে মাস্ক ব্যবহার বন্ধ করে দিয়েছেন অনেকেই। এমনকী সংক্রমণ শুরুর সময়ে যে সাবধানতা অবলম্বন করছিলেন, ছেদ পড়েছে তাতেও। ফলে এই অসাবধানতার দরুণ সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।কিন্তু চাঁচল শহরের এক ঝলক চিত্রটা দেখলে মনে হবে দেশ ইতিমধ্যে করোনামুক্ত হয়ে গিয়েছে।
নিয়ম করে নাক ও মুখ ঢেকে মাস্ক পরছেন না অনেকেই! মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বেড়িয়ে পড়ছেন আট থেকে আশি সববয়সী মানুষ। এই কারণেই এদিন সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো চাঁচলের সদ্যনিযুক্ত মহকুমাশাসক। রবিবার ছুটির দিনেও করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল।এদিন তিনি চাঁচল 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর ভট্টাচার্য ও চাচোল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষকে নিয়ে পথচলতি সকল মানুষের মুখে মাস্ক তুলে দেন তিনি।করোনা আবহে পরিবারের সুরক্ষার জন্য কি কি করণীয় সে সম্পর্কে অবহিত করেন সকলকে। মহকুমাশাসক সঞ্জয় পাল জানিয়েছেন, ব্লক প্রশাসনের উদ্যোগে মাস্ক বিলি করার কর্মসুচি নেওয়া হয়েছে এদিন। এরই অঙ্গ হিসেবে এদিনের এই সচেতনতামূলক কর্মসুচিতে শরিক হয়েছি। সকলে যাতে মাস্ক বিধি ও সামাজিক দুরত্ববিধি মেনে চলে তার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি সাবধানতা অবলম্বনের মাধ্যমে চাঁচলকে করোনামুক্ত রাখার জন্য এই প্রয়াস বলে জানিয়েছেন মহকুমাশাসক সঞ্জয় পাল।