নিউজ ডেস্ক, ২২ জুলাই : করোনার থাবায় এবারে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। করোনা সংক্রমণের আতঙ্কে অধিকাংশ অ্যাথলিট ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন অলিম্পিক থেকে। একই পথে হেঁটেছে ভারত। এবারে ভারতের ২২ জন অ্যাথলিটকে দেখা যাবে টোকিও গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনে। উল্লেখ্য, করোনার জেরে এবারে বিপর্যস্ত অলিম্পিক।
করোনা কাটায় বিপর্যস্ত অলিম্পিকের আয়োজক দেশ টোকিও। প্রতিদিন সেখানে বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যা তীব্র উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেক দেশ নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এবারের অলিম্পিক থেকে। সে কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতকেও। পাশাপাশি অলিম্পিক এর আয়োজন নিয়ে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২৭ জনের টিম নিয়ে গিয়েছে ভারত। সেখান থেকে মাত্র ১২ জন অ্যাথলিটকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ৬ জনের বেশি কর্মকর্তা যোগ দিতে পারবেন না উদ্বোধনী অনুষ্ঠানে। অলিম্পিক গেমস থেকে ছিটকে গিয়েছেন একের পর এক তারকা ব্রিটেনের শুটার অ্যাম্বার হিল করোনার জন্য ছিটকে গিয়েছেন। একের পর এক অ্যাথলিট করোনাই আক্রান্ত হচ্ছেন জানিয়ে যথেষ্ট উদ্বেগ বাড়ছে এবারের অলিম্পিকে। তবে করোনা আবহ কাটিয়ে শেষ পর্যন্ত কী নির্বিঘ্নে শেষ হবে অলিম্পিক ? সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
আরও খবর পড়ুন : জমি নিয়ে বচসার জেরে প্রতিবেশীর হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি