নিউজ ডেস্ক , ২১ জুলাই : চুক্তি বিতর্কে ধুন্ধুমার ইস্টবেঙ্গলে। এঘটনায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ইস্টবেঙ্গলের সমর্থকেরা। ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবুর পার্শ্ববর্তী রাস্তা পোস্টারে ছয়লাপ করে দিয়েছেন ক্লাবের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। করা হয় লাঠিচার্জ।
এ ঘটনায় বেশকিছু সমর্থক আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে চারজন ইস্টবেঙ্গলের সমর্থককে। উল্লেখ্য, আইএসএল খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ইস্টবেঙ্গল এর কাছে। ক্লাবের কর্মকর্তারা ইতিমধ্যেই শ্রী সিমেন্ট এর পাঠানো চুক্তিপত্রে সই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আইএসএল খেলার মত যথেষ্ট সময় নেই ইস্টবেঙ্গল এর কাছে। কার্যত অনিশ্চিত তাদের আইএসএল এর ভবিষ্যৎ। আর এই নিয়ে ক্লাবের অন্দরেই সৃষ্টি হয়েছে জোর বিতর্ক। বুধবার দুপুর তিনটে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সমর্থকরা। ক্লাবের সমর্থকরা জানিয়েছেন শ্রী সিমেন্ট এর সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের আইএসএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি এবিষয়ে দুটি দলে ভাগ হয়ে গিয়েছেন ক্লাবের সমর্থকরা। একদল সমর্থকদের দাবি ক্লাবের কর্তারা শ্রী সিমেন্ট এর সঙ্গে চুক্তি না করে ঠিকই করেছেন। এর ফলে পূর্বের গৌরব অক্ষুন্ন থাকবে ইস্টবেঙ্গলের। আর অপর সমর্থক গোষ্ঠীর দাবি এই চুক্তিজটে আটকে থাকলে আগামীদিনে ইস্টবেঙ্গল কোন বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। প্রায় ২ ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসরে নামে পুলিশ। পাশাপাশি লাঠিচার্জ ও করা হয়। এঘটনায় আহত হয়েছেন বেশকিছু ইস্টবেঙ্গলের সমর্থকেরা। পাশাপাশি চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।