নিউজ ডেস্ক, ২৪ জুলাই : কর্ণম মালেশ্বরীর পর ফের ভারোত্তলনে অলিম্পিক (Tokyo Olympics) পদক এল ভারতের ঘরে। শনিবার ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন মীরাবাই চানু (Mirabai Chanu)। মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে ১৯৯৪ সালে ৮ অগস্ট জন্ম চানুর। জন্ম থেকেই তাঁর শারীরিক শক্তি আর পাঁচটা মেয়ের তুলনায় বেশি। সেটা বুঝতে পেরেছিলেন তাঁর বাবা-মা। জ্বালানির জন্য বনে কাঠ কাটতে যেত চানুর পরিবার।
ভারী কাঠের বোঝা তাঁর দাদা তুলতে পারতেন না। কিন্তু চানু অনায়াসেই কাঁধে করে তা বাড়ি বয়ে নিয়ে আসতেন। বাবা-মায়ের ইচ্ছেতেই তিনি ভারত্তোলনে ভর্তি হন। প্রথমে মণিপুরের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই), সেখান থেকে পটিয়ালায়। চানুর জয়যাত্রা চলতে থাকে। ২০১৪-য় গ্লাসগো কমনওয়েলথ গেমসে জীবনের প্রথম বড় সাফল্য পান চানু। ৪৮ কেজি বিভাগে রুপো জেতেন। দুরন্ত ছন্দ নিয়েই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন রিয়োতে।সব স্বপ্নই সেখানে মাটিতে মিশে যায়। ক্লিন এবং জার্ক বিভাগে তিন বারই ওজন তুলতে ব্যর্থ হন চানু। স্ন্যাচে মাত্র এক বার ওজন তুলতে পেরেছিলেন। ফলে তাঁর নামের পাশে ছিল না কোনও সংখ্যা। লেখা হয়েছিল তিনি ইভেন্ট শেষ করতে পারেননি।পরের বছরই ঘুরে দাঁড়ালেন তিনি। ২০১৭-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। স্ন্যাচ ও ক্লিন এবং জার্ক মিলিয়ে মোট ১৯৪ কেজি তুলেছিলেন তিনি। পরের বছরেও সাফল্য। উল্লেখ্য ২০০০ সালে সিডনি অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে কর্ণম মালেশ্বরীর হাত ধরে ভারোত্তলনে (Weightlifting) ভারতের ঘরে এসেছিল ব্রোঞ্জ পদক। দীর্ঘ ২১ বছরের অবসান ঘটালেন মীরাবাই। টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। “অলিম্পিকের শুরুতে এর থেকে ভাল আর কী হতে পারে। মীরাবাই চানু পদক জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। তাঁর এই সাফল্যই ভারতীয়দের অনুপ্রেরণা দেবে।” টুইটারে লেখেন মোদি।