
নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : চোখের জলে শেষ শ্রদ্ধা জানানো হল সদ্য কাশ্মীরে শহিদ জওয়ান বাংলার ঘরের ছেলে সুবোধ ঘোষকে। রবিবার অধিক রাতে কফিন বন্দি মৃতদেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ চোখের জল বাগ মানে নি গ্রামবাসীদেরও। স্লোগান ওঠে ভারত মাতা কি জয়, সুবোধ ঘোষ অমর রহে। রাজ্য পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় শহিদ সুবোধ ঘোষকে।
১৯৯৭ সালের ১৩ মার্চ নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রামে জন্ম সুবোধ ঘোষের। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পান সুবোধ ঘোষ। ভারতীয় সেনাবাহিনীর ৫৯ নম্বর মেড রেজিমেন্টের জওয়ান ছিলেন তিনি। সেনাবাহিনীতে যোগদানের দু’বছর পর ২০১৯ সালে অগ্রহায়ণ মাসে অনিন্দিতা ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এবছরে আগষ্ট মাসে এক কন্যাসন্তানের জন্ম হয়। কথা ছিল ডিসেম্বরে ছুটিতে এসে মেয়ের মুখে ভাত দেবেন। কিন্তু সেই সখ আর পূরণ হল না। গত শুক্রবার পাক গোলাবর্ষণে কাশ্মীরে শহিদ হন সুবোধ৷ এরপর রবিবার বিকেলে চণ্ডীগড় থেকে বিশেষ বিমানে পানাগড়ে এসে পৌঁছায় শহিদ জওয়ানের কফিন বন্দি দেহ। রবিবার অধিক রাতে নদিয়ার রঘুনাথপুরের বাড়িতে দেহ নিয়ে পৌঁছায় সেনাবাহিনী। শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে আগে থেকেই অপেক্ষায় ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেনার ট্রাক গ্রামে ঢুকতেই স্লোগান ওঠে ‘ভারত মাতা কি জয়, সুবোধ ঘোষ অমর রহে।’ হাজার হাজার গ্রামবাসী চোখের জলে শেষ শ্রদ্ধা জানান বাংলার ঘরের ছেলেকে। পুলিশ প্রশাসন থেকে গান স্যালুট দেওয়া হয় শহিদ সুবোধ ঘোষকে। শহিদকে শেষ শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক এবং সাংসদও৷
