নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : আগামী সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছতে চলেছে রুশ করোনা টিকা ‘স্পুটনিক ভি’। এই টিকাগুলি নিয়ে আসা হচ্ছে কানপুর মেডিক্যাল কলেজে। সেখানেই এই টিকাগুলির দ্বিতীয় ও তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল করা হবে।
ভারতের হয়ে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই) রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড(আরডিআইএফ) ও ডক্টর রেড্ডিজ ল্যাব-কে শেষ পর্যায়ের এই ট্রায়াল চালানোর অনুমতি প্রদান করেছে।যদিও গোটা বিশ্বের মধ্যে দেশ হিসাবে রাশিয়াই প্রথম করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করবার কৃতিত্ব দাবি করে আসছে। এরপর থেকে স্পুটনিক ভি নামে সেই টিকা পাওয়ার জন্য পৃথিবীর একাধিক দেশ এগিয়ে আসে। যদিও এর আগে একবার এই টিকা পরীক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিআই।কারণ হিসেবে তারা জানিয়েছিল, রাশিয়ার এই টিকা খুব কম সংখ্যক লোকের ওপরে পরীক্ষা করা হয়েছিল।যে কারণে পরবর্তী ট্রায়ালগুলো করা যাবে না বলে যুক্তি দর্শানো হয়।
এরপর গত ১৩ই অক্টোবর হায়দরাবাদের সংস্থা ডক্টরস রেড্ডিজ ল্যাব ফের ভারতে রাশিয়ার টিকার হিউম্যান ট্রায়াল করার অনুমতি চেয়ে আবেদন করে। সেই আবেদনে তারা এই টিকার ফেজ ২ ও ফেজ ৩ হিউম্যান ট্রায়ালের অনুমতি চায়।সেই আবেদনে সাড়া দিয়েই আগামী সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছে যাবে রুশ এই টিকা। নতুন চুক্তি অনুসারে, দেশের মোট দেড় হাজার মানুষের শরীরে এই করোনার টিকা প্রয়োগ করে পরীক্ষা চালানো হবে। তবে করোনা টিকার এই পরীক্ষা সফল হলে ডিজিসিআই-এর থেকে নতুন করে অনুমতি লাগবে। অনুমতি পেলেই করোনা টিকা নিয়ে আসতে পারবে তারা।