
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৪ মে : একদিকে করোনা দাপট আর তারই মাঝে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। করোনা বিপর্যয়ের মধ্যেই দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্ন চাপ এবং ঘূর্ণিঝড়ের জোড়াফলা।
শনিবার কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে এ নিয়ে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। যশ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ৷ঘূর্ণিঝড় যশের ভ্রুকুটিতে আক্ষরিক অর্থেই উদ্বিগ্ন কৃষি দপ্তর। গোটা জেলার পাশাপাশি ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের আগাম সতর্কবার্তা দেওয়া হয় ইটাহার ব্লক সহ কৃষিকর্তা আধিকারিক দপ্তর থেকে। সোমবার দপ্তরের কর্মীরা দপ্তরের সহ কৃষি অধিকর্তা ডেনিস রায়ের নির্দেশে ইটাহারের বিভিন্ন এলাকায় মাইক বাজিয়ে আসন্ন ঘূর্ণিঝড় যশের সতর্কবার্তা প্রচার করে। যে সকল কৃষকরা এখনও জমি থেকে ফসল তোলেনি তাদের অতিসত্বর ফসল তোলার আবেদন জানানো হয় দপ্তরের তরফে, এছাড়াও করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। বাপন মন্ডল, রুস্তম আলী, বাপ্পাদিত্য রায় সহ দপ্তরের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
