নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৩ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবারে ইটাহারে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় ৫০ টি পরিবার। বুধবার সন্ধ্যায় দলবদলের ঘটনাটি ঘটেছে ইটাহার সদর চৌরাস্তা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
এদিন ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া পশ্চিমপাড়া এলাকার প্রায় ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক দাস, হুসেন আলী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যায় ইটাহার সদর চৌরাস্তা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, ইটাহার ব্লকের কাপাশিয়া অঞ্চলের নমুনিয়া পশ্চিমপাড়া এলাকার প্রায় ৫০ টি পরিবার সিপিআইএম পার্টি ছেড়ে কাপাশিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হুসেন আলী এবং ইটাহারের বিধায়ক অমল আচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। এদিনের দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলী, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক দাস, অঞ্চল সভাপতি হুসেন আলী, ইমরুল কায়েস সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক অমল আচার্য বলেন, বুধবার ইটাহার ব্লকের কাপাশিয়া অঞ্চল সভাপতি হুসেন আলীর নেতৃত্বে নমুনিয়া পশ্চিমপাড়ার প্রায় ৫০ টি একনিষ্ঠ সিপিআইএম পরিবার রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের তৃণমূলে যথাযত মর্যাদা দেওয়া হবে। দলে যোগদানকারী এক সদস্য জানান, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে সিপিআইএম পার্টি ছেড়ে আমাদের নমুনিয়া পশ্চিমপাড়ার প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।