নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০২ ডিসেম্বর : হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি থেকে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কাস্তারই পর্যন্ত দীর্ঘ ৭ কিমি মাটির রাস্তা পাকা না হওয়ায় সমস্যায় এলাকার বাসিন্দারা। ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। ফলে সমস্যায় টিটিহি, শীতলপুর, বলকুন্ডি, কাটাবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
বর্ষার দিনে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। এম্বুলেন্স এই রাস্তায় ঢুকতে পারে না, ফলে রোগীদের ভ্যানে বা কোলে করে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অবিলম্বে প্রশাসনকে এই রাস্তা পাকা করতে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হুসেন জানান, এই সমস্যার কথা তিনি জানেন। পঞ্চায়েত এর ফান্ড দিয়ে এত বড় রাস্তার কাজ করা সম্ভব নয়। তাই তিনি ইতিমধ্যে জেলা পরিষদে এই রাস্তা তৈরির আবেদন জানিয়েছেন।