নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৪ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ৭ ডিসেম্বর রায়গঞ্জে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওইদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ডাকা মিছিলে উপস্থিত থাকবেন লোকসভার কংগ্রেস দলনেতা ও সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব৷
বিধানসভা নির্বাচনকে ঘিরে তৎপরতা শুরু হয়ে গেছে শাসক-বিরোধী সব পক্ষরই। জেলায় জেলায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। উত্তর দিনাজপুর জেলাতেও নির্বাচনের দামামা বাজাতে আগামী ৭ ডিসেম্বর রায়গঞ্জে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রের এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ৭ ডিসেম্বর একটি বিরাট পদযাত্রা আয়োজন করা হয়েছে। অধীর চৌধুরী ওই মিছিলে অংশ নেবেন বলে জানা গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও মিছিলে উপস্থিত থাকবেন দলের রাজ্য এবং জেলা নেতৃবৃন্দও। জানা গেছে মিছিলটি রায়গঞ্জের জেলখানা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হবে। উল্লেখ্য উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ ছাড়া অন্য সব ক’টি বিধানসভা বিরোধীদের দখলে। একমাত্র রায়গঞ্জ আসনটি রয়েছে কংগ্রেসের দখলে। ফলে জেলায় নিজেদের হারানো জমি ফিরে পেতে তাই আগে থেকেই কোমর বেঁধে নামছে কংগ্রেস নেতৃত্ব। তবে যেখানে তৃণমূল এবং বিজেপি যুযুধান দু’পক্ষ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সেখানে কংগ্রেস কতটা সুবিধা করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে যদি আসন সমঝোতা হয় সেক্ষেত্রে কতটা লাভবান হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে৷