সীমান্তে গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ বি এস এফের

নিউজ ডেস্ক , দক্ষিণ দিনাজপুর , ২৯ সেপ্টেম্বর :  সীমান্তে গরু পাচার বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বি এস এফ। এবার থেকে শুধু সীমান্তে গরু উদ্ধার করাই নয়, পাচারকারীদের বিরুদ্ধে এবারে মামলা ও গ্রেফতার করা হবে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে এসে কথা জানালেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি এসকে ত্যাগী।

সীমান্তে গরু পাচারের ঘটনায় এবার থেকে শুধু গরু আটক নয়, পাচারকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার এলেন্দরি বিএসএফ ক্যাম্পে এসে একথা জানালেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি এসকে ত্যাগী। এদিন এলেন্দরি বিএসএফ ক্যাম্পে সীমান্তবর্তী গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে বই খাতা সহ অন্যান্য সামগ্রী তুলে দেয় ১৭৪ ব্যাটেলিয়ান বিএসএফ। এদিন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করে এলেন্দরি বিএসএফ ক্যাম্পে আসেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আই জি।

নিজস্ব চিত্র

আইজি এস কে ত্যাগী জানিয়েছেন, সীমান্তে দুর্নীতি শূন্য (জিরো করাপশন) নীতিতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনা জওয়ানদের। গরু পাচারের ঘটনায় পাচারকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মামলা রুজু করার পাশাপাশি গ্রেফতার করে হবে। তিনি জানান উত্তরবঙ্গের যে সমস্ত সীমান্তে কাঁটাতার বিহীন এলাকা রয়েছে, সেসব স্থানে দ্রুত কাঁটাতার লাগানোর চেষ্টা চলছে।

Next Post

ছয় দশক জুড়ে জনপ্রিয় অভিনেত্রী জোহরা সাইগাল ও তার ছবি "নীচা নগর" এর সাফল্য সেলিব্রেট গুগল ডুডলের

Tue Sep 29 , 2020
নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর :     মঙ্গলবার গুগল ডুডল অভিনেত্রী , নৃত্যশিল্পী জোহরা সাইগাল এবং ১৯৪৬ সালে আজকের দিনে মুক্তি পাওয়া তাঁর সিনেমা “নীচা নগর” এর সাফল্য সেলিব্রেট করলো। এই ছবি প্রথম ভারতীয় চলচ্চিত্র যা আন্তর্জাতিক সমালোচনামূলক সাফল্য পায় এবং কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়। সর্বোচ্চ সম্মান – পামে ডি’অর […]

আপনার পছন্দের সংবাদ