হেমতাবাদ , ৮ আগস্ট : উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মাকরহাট সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশীকে আটক করল বি এস এফ। আটক বাংলাদেশীকে হেমতাবাদ পুলিশের হাতে তুলে দিয়েছে বি এস এফ।
ধৃতকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেমতাবাদ থানার মাকরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে মহঃ হাকিম নামে এক বাংলাদেশী একটি ব্যাগ পাচার করছিল। বিষয়টি বি এস এফের নজরে আসতেই ওই বাংলাদেশী ব্যক্তিকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ বোতল কফ সিরাফ। যদিও বি এস এফের তাঁড়া খেয়ে ভারতীয় দুস্কৃতি পালিয়ে যায়। আটক বাংলাদেশীকে বি এস এফ রবিবার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত মহঃ হাকিমের বাড়ি বাংলাদেশের হরিপুর থানার মাসুমগাঁও গ্রামে। ধৃতকে এদিন রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।