নিউজ ডেস্ক, ২৪ জুলাই : গরু পাচার কান্ডে এখনও অধরা বিনয় মিশ্র। এবারে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা-মাকে নিজাম প্যালেসে তলব করা হল সিবিআই-এর তরফে। বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি তদন্তে বেশ কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। বিনয় মিশ্র এর LTB নামে একটি ভুয়ো সংস্থায় গরু ও কয়লা পাচারের টাকা যেত বলে অভিযোগ। সেই সংস্থারই ডিরেক্টর পদে তাঁর বাবা তেজবাহাদুর মিশ্র ও মা ললিতা মিশ্র ছিলেন বলে জানতে পেরেছে সিবিআই।এই সংস্থা থেকে বিনয় মিশ্রের অ্যাকাউন্টে বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকা জমা পড়েছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত লেনদেন ও সংস্থার আয়ের উৎস নিয়ে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর বাবা ও মা-কে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।তবে তাঁদের খোঁজে বাড়ীতে গেলে গোয়েন্দারা জানতে পারেন বেশ কয়েক মাস ধরেই বাড়ি ছাড়া মিশ্র দম্পতি। তাঁদের নাগালে না পেয়ে বাড়িতে নোটিস টাঙানো হয় সিবিআইয়ের তরফে। নোটিসে বলা হয়, আগামী বুধবার নিজাম প্যালেসে সকাল ১১টায় হাজিরা দিতে।