নিউজ ডেস্ক, দক্ষিণ দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর : পাঁচ দিন ধরে নিম্নচাপের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরে। জেলার প্রধান তিনটি নদী আত্রেয়ী, পুনর্ভবা এবং টাঙ্গন নদীর জল ক্রগামত বেড়েই চলেছে। বালুরঘাটের আত্রেয়ী নদীর জল রবিবার বিপদসীমা ছুঁয়ে ফেলে। অপরদিকে জেলার গঙ্গারামপুরের পুনর্ভবা নদী বিপদসীমার ছয় ইঞ্চি ওপর দিয়ে বইছে।
বংশীহারীতে আরেক বড় নদী টাঙ্গনও বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। ফলে বালুরঘাট এবং গঙ্গারামপুর এলাকার নিচু অঞ্চলগুলিতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। গঙ্গারামপুর ছাড়াও তপন ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষের জমি পুনর্ভবা নদীর জলে প্লাবিত হয়েছে। তপন ব্লকের বাসুরিয়া এলাকায় তপন- গঙ্গারামপুর রুটে রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে এদিন ভোর থেকেই। আত্রেয়ী নদীর জলে বালুরঘাট শহরের নীচু এলাকা ছাড়াও ব্লকের চককাশি, বেলাইন সহ বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গিয়েছে। ফলে আতঙ্কিত এলাকার লোকজন। অনেকেই ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জিনিসপত্র অন্যত্র নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। তবে জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, টাঙ্গন ও আত্রেয়ী নদী বিপদসীমা দিয়ে এবং পুনর্ভবা নদী চরম বিপদসীমা দিয়ে বইছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে সেচ দপ্তর।