নিউজ ডেস্ক , বুনিয়াদপুর , ৩০ সেপ্টেম্বর : লোডশেডিংয়ে জেরবার বুনিয়াদপুর পুরসভার বড়াইল এলাকার বাসিন্দারা। সপ্তাহের বেশিরভাগ দিন বিদ্যুৎ বিছিন্ন হয়ে থাকে গোটা এলাকা। দিনের মধ্যে একাধিকবার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকায়।
জানা যায় বড়াইল এলাকার বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার পরিবর্তনের পর থেকেই বুনিয়াদপুর পৌরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বড়াইল সহ অন্যান্য এলাকার বেশ কিছু অংশে লোডশেডিং হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের সমস্যা। এলাকাবাসীর অভিযোগ ফোনে অভিযোগ জানানোর ঘণ্টার পর ঘণ্টা পরেও লোডশেডিং অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের। পাশাপাশি তাদের আরও অভিযোগ রাত ৯ টার পর ফোন করলে ফোন তোলেন না বুনিয়াদপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। মঙ্গলবার রাত ৯ টায় লোডশেডিং হওয়ার পর বাসিন্দারা কনজিউমার নম্বর দিয়ে একাধিক বার অভিযোগ জানিয়ে ফোন করলেও ফোন তোলেননি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এমনকি মঙ্গলবার বিদ্যুৎ বিছিন্ন হয়ে ছিলো গোটা এলাকা। বুধবার সকাল ৮ টায় বিদ্যুৎ দপ্তরের ভ্যান এলাকায় প্রবেশ করতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অবিলম্বে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার পরিবর্তন করে নিত্যদিনের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বড়াইলবাসী। আগামীদিনে সমস্যা সমাধানে পদক্ষেপ গৃহীত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।