নিজস্ব সংবাদদাতা, তপন , ০৮ নভেম্বর : বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপন থানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম অনু বর্মণ (৩৩), উলুবালা বর্মণ (৬০), মল্লিকা বর্মণ (২৬), বিউটি বর্মণ (১০), স্নিগ্ধা বর্মণ (৬)৷
উলুবালা বর্মণ সম্পর্কে অনুর মা, মণিকা বর্মণ স্ত্রী, বড় মেয়ে বিউটি বর্মণ এবং ছোটো মেয়ে স্নিগ্ধা বর্মণ। পরিবার সূত্রের খবর শনিবার অনু বর্মনের জমির ধান কাটার কাজ শেষ হওয়া পরে একটা খাওয়া-দাওয়ার অনুষ্ঠান ছিল। পারিবারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিল অনেকেই। এরপর রবিবার সকালে অনু বর্মনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। সাথে তার মা উলুবালা বর্মন এবং স্ত্রী সহ দুই মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় একই বাড়িতে। কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। আসে অনুর আত্মীয়স্বজনরাও৷ সম্পত্তির কারণে ৫ জনকেই খুন করা হয়েছে বলে অনুমান করছে আত্মীয় পরিজনরা৷ অন্যদিকে পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনু। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হন তিনি। সম্প্রতি এই কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন অনু। তার জেরেই পরিবারের সদস্যদের খুন করে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছে পুলিশ। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ৷