বালুরঘাট, ২৮ জুলাই : দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামনগরে পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম তানিয়া সরকার। মালদার এক পুলিসকর্মীর সঙ্গে তার বিয়ে হয়েছিল বছর চারেক আগে। ঈদের সময় বাপের বাড়ি এসেছিল।
তারপর থেকে গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভেসে ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।এই ঘটনায় তপন থানার পুলিশ মৃতার বাবা মা ও ভাই কে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবারের সদস্যরা মিলে তাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। কি কারণে এই খুনের ঘটনা? মৃতার আত্নীয়দের অনুমান সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।